Visa Services
বাতিল হলো জার্মানির তিন বছরে নাগরিকত্ব পাওয়ার সুযোগ

জার্মান সরকার সম্প্রতি তাদের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। এবার দেশটির সংসদের অনুমোদনের মাধ্যমে বিদেশি কর্মীদের জন্য দ্রুত নাগরিকত্ব অর্জনের আইন, অর্থাৎ ‘ফাস্ট ট্র্যাক’ নাগরিকত্ব নীতি, বাতিল করা হয়েছে। এই নীতির আওতায় পূর্বে দক্ষ বিদেশি পেশাজীবীরা মাত্র তিন বছরের মধ্যেই জার্মান নাগরিকত্ব পাওয়ার সুযোগ পেতেন। নতুন সিদ্ধান্তে সেই সুবিধা আর থাকছে না।

বুধবার সংসদ অধিবেশনে চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জস্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড যৌথভাবে বিষয়টি ঘোষণা করেন। তাদের মতে, নাগরিকত্ব প্রদান প্রক্রিয়া আরও কঠোর করা জরুরি হয়ে পড়েছে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশের সামাজিক ভারসাম্য ও নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ তৈরি হয়েছে।

এর ফলে চিকিৎসক, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষকসহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ দক্ষ পেশাজীবীরা এখন আর তিন বছরের মধ্যে নাগরিকত্বের আবেদন করতে পারবেন না। বরং আগের মতো দীর্ঘ মেয়াদী বাসিন্দা হিসেবে থাকতে হবে এবং নির্দিষ্ট সময় পর কঠোর শর্ত পূরণ করে নাগরিকত্বের যোগ্যতা অর্জন করতে হবে।

তবে অনেক প্রবাসী এই সিদ্ধান্তকে দ্বিমুখী প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। একদিকে কেউ কেউ মনে করছেন, এতে নাগরিকত্বের মর্যাদা আরও দৃঢ় হবে; অন্যদিকে অনেকে বলছেন, এটি দক্ষ বিদেশি কর্মীদের জন্য অন্যায্য ও নিরুৎসাহজনক পদক্ষেপ, যা জার্মান শ্রমবাজারে দক্ষ কর্মীর সংকট আরও বাড়াতে পারে।

জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন আইনের আওতায় নাগরিকত্ব প্রার্থীদের ওপর অতিরিক্ত নিরাপত্তা যাচাই চালানো হবে। কেউ যদি সন্ত্রাসী সংগঠনের সমর্থক, দেশবিরোধী কর্মকাণ্ডে যুক্ত, ইহুদিবিদ্বেষী বা উগ্র ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী হন, তবে তার নাগরিকত্ব বাতিল বা প্রত্যাহার করা হবে।

প্রবাসীদের মতে, জার্মান ভাষায় দক্ষতা অর্জন, কর পরিশোধ এবং দেশটির সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধে একীভূত হওয়ার পরও যদি নাগরিকত্ব পাওয়া আরও কঠিন হয়, তবে এটি প্রবাসী সমাজের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি করতে পারে।

জার্মানিতে বসবাসরত কমিউনিটি নেতৃবৃন্দের মন্তব্য, “দ্রুত নাগরিকত্ব পাওয়া দক্ষ কর্মীদের মধ্যে জার্মানির প্রতি আনুগত্য ও দায়বদ্ধতা বাড়ায়। কিন্তু নতুন এই নীতিতে উল্টোভাবে দক্ষ পেশাজীবীদের আগ্রহ কমে যেতে পারে।”

বিশ্লেষকদের মতে, ইউরোপে ডানপন্থী রাজনীতির উত্থান এবং নিরাপত্তা-ভিত্তিক অভিবাসন নীতি জার্মান সরকারের এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। এতে দেশটিতে বিদেশি পেশাজীবীদের জন্য ভবিষ্যতের পথ আরও কঠিন ও অনিশ্চিত হয়ে উঠছে।

3 months ago Admin 37
Trending Topics
Visa Rejection Reasons and Solutions
Ad Banner

News by Category

© 2025 NRB. All Rights Reserved.