মাদারীপুরের এক সাধারণ পরিবারের ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম আজ সৌদি আরবে একজন সফল উদ্যোক্তা। এক সময় জীবনের তাগিদে দেশ ছাড়তে হয়েছিল তাঁকে। পরিবারে আর্থিক অনটন, পড়াশোনা মাঝপথে থেমে যাওয়া — সবকিছুর পরেও হাল ছাড়েননি আরিফুল। ২০০৮ সালে সৌদি আরবে এক কনস্ট্রাকশন কোম্পানিতে সাধারণ শ্রমিক হিসেবে যোগ দেন তিনি। প্রতিদিন পরিশ্রমের পরেও স্বপ্ন দেখতেন কিছু বড় করার। কাজের পাশাপাশি তিনি শিখতে শুরু করেন আধুনিক বিল্ডিং ম্যানেজমেন্ট ও ইলেকট্রিক্যাল সিস্টেমের কাজ। দীর্ঘ পরিশ্রম ও নিষ্ঠার ফল আসে ২০১6 সালে। তখন তিনি নিজেই একটি ছোট কন্ট্রাক্টিং কোম্পানি প্রতিষ্ঠা করেন — “Al-Arif Contracting”। শুরুতে মাত্র ৩ জন শ্রমিক নিয়ে শুরু করা প্রতিষ্ঠানটি আজ ৫০ জন কর্মীর পরিবারে পরিণত হয়েছে। আরিফুল শুধু নিজের জীবনই বদলাননি, বরং বাংলাদেশের অনেক তরুণকে চাকরির সুযোগ দিয়েছেন। তিনি নিয়মিতভাবে বাংলাদেশে বিনিয়োগ করেন এবং গ্রামের স্কুলে শিক্ষার্থীদের সহায়তা দেন। আজ তিনি বলেন — “আমি প্রবাসে থেকেও দেশকে ভুলিনি। কঠোর পরিশ্রম, সততা আর ইচ্ছাশক্তি থাকলে যে কোনো বাংলাদেশি বিদেশে গিয়েও বিশ্বকে দেখাতে পারে আমাদের সামর্থ্য।”
© 2025 NRB. All Rights Reserved.